চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এসআইয়ের মৃত্যু
চট্টগ্রাম জেলা পুলিশের এক উপপরিদর্শক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মৃত জাহাঙ্গীর আলম (৫০) জেলা পুলিশের স্পেশাল আর্মস ফোর্স (এসএএফ) এ কর্মরত ছিলেন, বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন সোহেল।
মহিউদ্দিন সোহেল বলেন, ‘জ্বর নিয়ে কোয়ারেন্টিনে ছিলেন জাহাঙ্গীর। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে নগরীর দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে সেখান থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের প্রক্রিয়া চলেছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
Comments