করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগরের মৃত্যু

Dr. Md Ali Asgar.jpg
ডা. মো. আলী আজগর। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানী পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক কমিটির ফোকাল পারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. আলী আজগরের ভাগ্নে নাসির আহমেদ আহাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১০ থেকে ১২ দিন আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য তিনি প্রথমে তিনদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল তিনি মারা যান।’

নাসির আহমেদ বলেন, ‘ডা. মো. আলী আজগর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর থেকেই নগরীর ডিআইটি এলাকায় ইভা মেডিকেল হলে বসে রোগী দেখতেন। করোনা মহামারিকালেও তিনি রোগী দেখা বন্ধ করেননি। ধারণা করা হচ্ছে- সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. মো. আলী আজগরকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।’

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago