ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও ডিজেলচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Thakurgaon_Accident.jpg
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও ডিজেলচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। ছবি: স্টার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও ডিজেলচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার সকালে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাত ৮টার দিকে উপজেলার কাদোশুকা এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের এই দুর্ঘটনা ঘটে।

হাসিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বানু বেগম (৪৫) ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার উকি ঊদ্দীনের ছেলে ইয়াকুবের (৫৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহত সাদেকুল ইসলামের (৩০) বাড়ি বালিয়াডাঙ্গীর দুওসুও সুপারিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওহাব আলী।’

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে থ্রি-হুইলারের চালক লালাপুর গ্রামের শহিদুল ইসলাম (৪৫) আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। দুর্ঘটনায় আহত বানু বেগমের ছয় বছর বয়সী ছেলে রহিমুল্লাহ বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।’

Comments