এটিএম বুথ জালিয়াতি, চট্টগ্রামে আটক ২

ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের ডবল মুরিং মডেল থানা দুই জনকে আটক করেছে।
বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে এটিএম বুথ জালিয়াতির উপকরণসহ দুই জনকে আটক করা হয়। ছবি: স্টার

ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির অভিযোগে চট্টগ্রামের ডবল মুরিং মডেল থানা দুই জনকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার বিকালে বন্দর নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ শরিফুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ মহিউদ্দিন মনির (৩০)।

সেসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি ফোল্ডিং টিপ ছুরি, এটিএম ডেভিট ও ক্রেডিট কার্ড ক্লোনিং মেশিন, বেশকিছু সংখ্যক ক্লোন করার এটিএম কার্ড, পেনড্রাইভসহ ইউএসবি হাবপোর্ট, এটিএম মেশিন খোলার চাবি, বেশকিছু সংখ্যক এটিএম ডেভিড ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের (পশ্চিম জোন) উপ-কমিশনার ফারুক উল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘ধৃত আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম ২০১৯ সালের ১৫ নভেম্বর অ্যালিস ম্যালওয়ার ব্যবহার করে নারায়ণগঞ্জের চাষাড়ায় বঙ্গবন্ধু রোডে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে ১০ হাজার টাকা তোলে। এরপর দিন কুমিল্লা মডেল থানাধীন কান্দিরপাড় পূবালী ব্যাংক প্রধান শাখার এটিএম বুথ থেকে একই প্রক্রিয়ায় ৩ লাখ ৩০ হাজার টাকা তোলেন।’

‘এরপর ১৭ নভেম্বর চট্টগ্রামের চকবাজার থানাধীন পূবালী ব্যাংক কলেজ রোড শাখার এটিএম বুথ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ডবলমুরিং মডেল থানার চৌমুহানির ফারুক চেম্বারের নিচে পূবালী ব্যাংকে এটিএম বুথ থেকে ৩ লাথ ১০ হাজার টাকা তুলেন’ বলেও জানান পুলিশ কর্মকর্তা।

‘অপর ধৃত আসামি মোহাম্মদ মহিউদ্দিন মনিরকে শরিফুল ইসলামের সহযোগী’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

13m ago