পাহাড় রক্ষায় যৌথ অভিযানে ৩৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের বিভিন্ন পাহাড় থেকে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার সকালে নগরীর বায়েজিদ এলাকার আরেফিন নগর, সীতাকুন্ড ও লিংক রোড সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম ওয়াসাও অংশ নেয়।
সম্প্রতি সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) পাহাড় কেটে একটি সড়ক নির্মাণ করে যা নগরীর বায়েজিদ এলাকাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত করেছে। করোনা মহামারিতে এ সড়কের দুই পাশে থাকা পাহাড়গুলোতে দখলদারদের তৎপরতা বেড়েছে।
তারই পরিপ্রেক্ষিতে এ অভিযানের সিদ্ধান্ত হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম (মেট্রো) এর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী।
তিনি জানান, সড়কের দুই পাশের এলাকা জঙ্গল সলিমপুর, জঙ্গল লতিফপুর, আরেফিন নগর এলাকার পাহাড়গুলোতে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, আমরা ৩৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি যেগুলো পাহাড় কেটে বানানো হয়েছে। প্রায় শতাধিক শ্রমিক নিয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।
নূরী বলেন, পাহাড়গুলোকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। এগুলো চট্টগ্রাম শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে।
যৌথ অভিযানে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।
Comments