স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি এফডিএসআরের

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের অপসারণ চেয়ে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরাবর স্মারকলিপি দিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)।
DGHS-1.jpg

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের অপসারণ চেয়ে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরাবর স্মারকলিপি দিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে ‘দুর্নীতিবাজ’ বলে অভিযুক্ত করে তার অপসারণ চেয়েছে সংগঠনটি।

এফডিএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্মারকলিপিতে বলেন, ‘এন ৯৫ মাস্ক নিয়ে কোটি মানুষের সামনে তিনি প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা কথা বলেছেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে নকল এন ৯৫ মাস্ক পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন।’

ডিজির বিরুদ্ধে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ এনে চিকিৎসকদের সংগঠনটি বলেছে, শুরু থেকেই ডিজি বলে এসেছেন যে তার দপ্তর কোভিড মোকাবিলায় প্রস্তুত। অথচ চিকিৎসকদের শুরুতে তারা পিপিই দিতে পারেননি। তাদের এই প্রস্তুতিহীনতার কারণে বিব্রত হতে হয়েছে সরকারকে যা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেছেন।

নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড সনদ দেওয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিজি কার্যকর ব্যবস্থা নেননি অভিযোগ করে এফডিএসআর বলেছে, জেকেজির স্যাম্পল ফেলে দেওয়ার কারণে এবং ভুয়া রিপোর্টের কারণে কোভিড রোগী সংক্রান্ত সকল তথ্য ভুল ও অসত্য তথ্যে পরিণত হয়েছে। এর সঠিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এই অবস্থায় ডিজিকে অপসারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্যমন্ত্রীর সততাও প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে এফডিএসআর।

Comments

The Daily Star  | English

Don’t stop till the job is done

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

5h ago