লিসের বিপক্ষেই ফিরতে পারেন হিগুয়েইন

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ফের ইতালিতে ফুটবল ফিরেছে। তবে এখনও মাঠে ফিরতে পারেননি জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। ইনজুরি কাটিয়ে জুভেন্টাসের পরবর্তী ম্যাচেই ফিরছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম তুত্তোমারকাতো।
gonzalo higuain
ছবি: জুভেন্টাস টুইটার

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ফের ইতালিতে ফুটবল ফিরেছে। তবে এখনও মাঠে ফিরতে পারেননি জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। ইনজুরি কাটিয়ে জুভেন্টাসের পরবর্তী ম্যাচেই ফিরছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম তুত্তোমারকাতো।

সংবাদে বলা হয়েছে, ইনজুরি কাটিয়ে খেলার মতো সম্পূর্ণ ফিট হিগুয়েইন। আগের দিন বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তাই লিসের বিপক্ষে স্কোয়াডে রাখা হতে পারে তাকে। তবে প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানিয়েছে গণমাধ্যমটি। দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে তাকে। 

সংবাদে আরও বলা হয়েছে, আগের ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে রদ্রিগো বেনতাকুর, লিওনার্দো বনুচ্চি, মাতাইস ডি লিট, পাওলো দিবালা ও ক্রিস্তিয়ানো রোনালদো পুরো ৯০ মিনিট খেলায় তাদের মধ্যে দুই একজনকে বিশ্রাম দেওয়া কথা ভাবছেন কোচ মাউরিজিও সারি। যে কারণে ক্লাবের ইয়ুথ টিমে বেশ কয়েকজন সদস্যকে দেখা যেতে পারে পরের ম্যাচে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাত্তেও আনজনলিন আগের দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন। 

গত ৪ জুন অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশিতে টান লাগে হিগুয়েইনের। যে কারণে কোপা ইতালিয়ার ফাইনাল মিস করেছেন তিনি। ফাইনালে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দলটি। টাই-ব্রেকারে হেরে যায় তার দল। এছাড়া মিস করেছেন সিরিআর প্রথম দুটি ম্যাচও।

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

59m ago