করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৮৯ হাজার, আক্রান্ত ৯৬ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৮৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯৬ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ।
ব্রাজিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ৬ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৮৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯৬ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ৯ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজার ৩১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩৮ হাজার ৯২১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২২ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৮ হাজার ১১৪ জন, মারা গেছেন ৫৪ হাজার ৯৭১ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৫২৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩১৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৪৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ১৪৮ জন এবং মারা গেছেন ৮ হাজার ৫৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৫৫৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ৮ হাজার ৭৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২২৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন, মারা গেছেন ১৫ হাজার ৩০১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ২৮ হাজার ৩৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৭০৬ জন, মারা গেছেন ৩৪ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭২৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৭৫৫ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৪৭৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩৭১ জন, মারা গেছেন ৮ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৬৪ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৯৬ জন, মারা গেছেন ১০ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১০৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১১৫ জন, মারা গেছেন ৫ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭০৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭০১ জন, মারা গেছেন ৪ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৫৭২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ৬২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

10h ago