ঢাবির নিহত শিক্ষার্থী সুমাইয়ার স্বামী ও শ্বশুর ৩ দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক হোসাইন এবং শ্বশুর জাকির হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মতিন জানান, শুক্রবার মোস্তাক এবং জাকিরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার রাতে নাটোর জেলা পুলিশ বগুড়া থেকে সুমাইয়ার স্বামী মোস্তাককে এবং শ্বশুর জাকিরকে রাজশাহীর বাঘা থেকে গ্রেপ্তার করে।
এই মামলার অপর দুই আসামি মোস্তাকের মা সৈয়দা মালেকা এবং বোন জুই খাতুন জেল হাজতে রয়েছে।
মালেকা এবং জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোরের অপর একটি আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী রোববার ওই আবেদনের শুনানি শেষে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুনকে নির্যাতন করে হত্যার অভিযোগ করে তার পরিবার। পরে সোমবার রাতে নাটোর সদর থানায় সুমাইয়ার মা নুজহাত সুলতানা সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন, শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকা এবং ননদ জুঁই খাতুনকে আসামি করে নাটোর থানায় হত্যা মামলা করেন।
ওইদিন রাতেই সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার হন সুমাইয়ার স্বামী ও শ্বশুর।
সুমাইয়া নিহত হওয়ার তিন দিন পর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়। সুমাইয়া সিজিপিএ ৩.৪৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
Comments