স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুদক ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে: চেয়ারম্যান
দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে বলে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কমিশনের নেওয়া আইনি ব্যবস্থার প্রতিবেদন হাতে পেয়ে আজ শুক্রবার দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে থেকেই কমিশন স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৯ সালের শুরুতে, স্বাস্থ্য খাতে দুর্নীতির ১১টি উৎস চিহ্নিত করে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে ২৫টি সুপারিশসহ একটি প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়েছিল।’
‘আমাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে, স্বাস্থ্য খাতে দুর্নীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেত,’ যোগ করেন তিনি।
গত তিন মাসে ত্রাণ বিতরণ, সরকারি গুদাম থেকে খাদ্য সামগ্রী আত্মসাৎ এবং আয় বহির্ভূত অবৈধ সম্পত্তি অর্জনসহ বিভিন্ন অভিযোগে কমিশন ২৩টি মামলা করেছে বলে দুদক চেয়ারম্যানকে আজ দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments