মানিকগঞ্জে পাটখেত থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে আমির হোসেন দেওয়ান ওরফে লালন (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পারিল খুয়াইমুড়ি গ্রামের একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালন মধ্য সিংগাইর এলাকার মৃত হারুনার রশিদের ছেলে। মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
লালনের বড় ভাই হাবিবুর রহমান বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে পোশাক কারখানার কাজ শেষে সাইকেলে বাড়ি ফিরছিল লালন। ধুনাপাড়া হাসপাতাল সড়কে গতিরোধ করে চার থেকে পাঁচ জন যুবক একটি মাইক্রোবাসে লালনকে তুলে নিয়ে যায়। অপহরণের পরে লালনকে হত্যা করা হয়েছে।’
Comments