রাবি শিক্ষক কাজী জাহিদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার সকালে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক আলীম বলেন, ‘সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ অনুযায়ী সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।’
গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে পুলিশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে সমালোচনা করায় আইনজীবী তাপস কুমার সাহা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ এবং ৩১ ধারায় কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন।
জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। নাসিমের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে গত ১৬ জুন দল থেকেও তার সদস্য পদ বাজেয়াপ্ত করা হয়।
Comments