টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলে এক সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে।
আজ রোববার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, চট্রগ্রাম থেকে আগত লোহার পাতের (প্লেইন শিট) কয়েল ভর্তি ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
ভোররাত দুইটায় ট্রাকটি মির্জাপুরের পোস্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি রাস্তার মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়।
এতে ট্রাকে থাকা লোহার পাতের কয়েলটির রশি ছিঁড়ে গেলে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিন শ্রমিক এর নিচে চাপা পড়েন।
ভারী লোহার পাতের কয়েলটির চাপে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
বলেন, ‘সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে প্রায় ২০ টন লোহার পাতের কয়েলটিসহ ভারী ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়।’
‘ট্রাকে থাকা লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
Comments