জুভেন্টাসে পৌঁছেছেন আর্থুর, শিগগিরই হচ্ছে চুক্তি

ফুটবল পাড়ায় বর্তমান সময়ে সবচেয়ে বড় গুঞ্জন আর্থুর মেলোর জুভেন্টাসে যোগ দেওয়া নিয়ে। আর সে গুঞ্জন ধীরে ধীরে সত্যি হতে যাচ্ছে। এরমধ্যেই মেডিক্যাল পরীক্ষা দিতে তুরিনে পৌঁছেছেন এ ব্রাজিলিয়ান তরুণ। আর এ পরীক্ষায় কোনো ঝামেলা না হলেই দুই একদিনের মধ্যেই জুভেন্টাসের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন তিনি।

ফুটবল পাড়ায় বর্তমান সময়ে সবচেয়ে বড় গুঞ্জন আর্থুর মেলোর জুভেন্টাসে যোগ দেওয়া নিয়ে। আর সে গুঞ্জন ধীরে ধীরে সত্যি হতে যাচ্ছে। এরমধ্যেই মেডিক্যাল পরীক্ষা দিতে তুরিনে পৌঁছেছেন এ ব্রাজিলিয়ান তরুণ। আর এ পরীক্ষায় কোনো ঝামেলা না হলেই দুই একদিনের মধ্যেই জুভেন্টাসের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন তিনি।

শনিবার রাতেই সেলতা ভিগোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। সে ম্যাচে বদলী খেলোয়াড় হিসেবে শেষ দিকে মাঠে নেমেছিলেন আর্থুর। আর ম্যাচ করার পর গত রাতেই জুভেন্টাসের বিমান ধরেন এ তরুণ। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, এ সময়ে তার সঙ্গে তার বাবা অ্যাইল্টন মেলো ও বার্সেলোনার পরিচালক রবার্ত ফের্নান্দেজও ছিলেন। ধারণা করা হচ্ছে এ ট্রান্সফারে তার বাবার ভূমিকা রয়েছে অনেক। আর্থুরকে বুঝিয়ে রাজি করিয়েছেন তিনিই।

রোববার সকালেই জুভেন্টাসে আর্থুরের মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা। এরপর এদিন রাতেই বার্সেলোনার বিমান ধরবেন এ ব্রাজিলিয়ান। ধারণা করা হচ্ছে আর্থুর বেশ বড় অঙ্কের বেতন ভাতাই পাচ্ছেন ইতালির ক্লাব থেকে। বাৎসরিক প্রায় ৭ মিলিয়ন পাউন্ড। সঙ্গে রয়েছে পারফরম্যান্স বোনাসও।

অথচ, অনেক স্বপ্ন নিয়েই প্রিয় ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্থুর। শেষ পর্যন্ত নিজের পছন্দকে বিসর্জন দিতে হচ্ছে সে ক্লাবের স্বার্থেই। ধারণা করা হচ্ছে, ক্লাবের নানা আর্থিক অসঙ্গতি মিলানোর জন্য তাকে বিক্রি করে দিচ্ছে ক্লাবটি। ৭০ মিলিয়ন পাউন্ডে তাকে জুভেন্টাস কিনে নিচ্ছে বলে সংবাদ চাউর রয়েছে। যদিও এ অর্থ নগদ পাচ্ছে না দলটি। তবে খাতা-কলমে থাকছে। বিনিময়ে জুভেন্টাসের বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের সঙ্গে ১০ মিলিয়ন পাউন্ড পাচ্ছে দলটি।

পিয়ানিচকে অবশ্য অনেক দিন থেকেই চাইছে বার্সেলোনা। ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদালেরও ক্লাব ছাড়ার তালিকায় থাকায় মাঝমাঠে একজন অভিজ্ঞ সেনানী পাওয়ার জন্য চেষ্টা করছে তারা। সাবেক ম্যানেজার আরনেস্তো ভালভার্দে এর আগে দুই দফা চেষ্টা করেছিলেন। কিন্তু তখন পিয়ানিচকে ছাড়েনি ওল্ড লেডিরা। তবে তরুণ কোচ মাউরিজিও সারি আসার পর একাদশে সে অর্থে জায়গা মিলছিল না এ বসনিয়ান তারকার। কোচের পরিকল্পনায় না থাকায় এবার তাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago