সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে।
আজ রোববার সকাল ৮টার দিকে আড়াই কোটি টাকার অধিক মূল্যের এই স্বর্ণ জব্দ করা হয়।
সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার নূরু আলম বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি যে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হবে। এই সংবাদের ভিত্তিতে আজ ভোর থেকে কলারোয়া উপজেলার কড়াগাছি সীমান্তে বিজিবি ওৎ পেতে থাকে। সকাল ৮টার দিকে সীমান্তের ১৩/৩-এস এর আরবি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাই নদীর পাড়ে সন্দেহজনকভাবে একজনকে যেতে দেখে তাকে দাঁড়াতে বলা হয়। তিনি না দাঁড়িয়ে একটি থলে ফেলে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যান। পরে থলেটি খুলে দেখা যায় তার মধ্যে ২৪টি স্বর্ণের বার রয়েছে। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম এবং বাজার মূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।’
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার আজ সকাল সাড়ে ১০টায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিককে জানান।
Comments