সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন এলাকায়। তার বাবার নাম আফাজ উদ্দিন।

মাকসুদুল আলম আরও বলেন, ‘গতকাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভারত থেকে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গেলে বিএসএফ’র গুলিতে জুয়েল মিয়া আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জুয়েল মিয়া মারা যান ।’

তিনি বলেন, ‘জুয়েল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সীমান্তের ভারতীয় অংশের প্রায় এক শ ভেতরে চলে গিয়েছিলেন।’

Comments