বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে যমুনার পানি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচটি উপজেলায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
আজ রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সদর উপজেলা, শাহজাদপুর, চৌখালী, কাজীপুর এবং বেলকুচি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছেন, নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
জেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, ‘ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ক্ষয়ক্ষতির তালিকা করে জানাবেন। মোট ১৭২টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে এখনো কেউ আশ্রয়কেন্দ্রে আসেননি।’
Comments