নোয়াখালীতে গুলিবিদ্ধ ইউপি সদস্যের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি সদস্য মোহাম্মদ হোরন (৫০) মারা গেছেন। গতরাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহাম্মদ হোরন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি সদস্য মোহাম্মদ হোরন (৫০) মারা গেছেন। গতরাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শুক্রবার রাতে পশ্চিম মাইজচরা গ্রামে দুবৃর্ত্তের গুলিতে আহত হন হোরন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, শুক্রবার রাতে গুলিবিদ্ধ হোরনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ওই  রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতকাল সেখানে তিনি মারা যান।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, গুলি ও হামলার ঘটনায় হোরনের ভাই মো. ইউসুফ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে শুক্রবার রাতে একটি মামলা করেছেন। ওই মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌণে ১০ টার দিকে পশ্চিম মাইজচরায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় ১০-১২ জন হোরনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার হাত, কোমর ও পিঠে গুলি লেগেছিল।

সালিশি বৈঠকে গ্রামের একজনের গরু চুরির ঘটনার মীমাংসা করায় অভিযুক্ত যুবক হুমকি দিয়েছিল বলে জানিয়েছে হোরনের ভাই মো. ইউসুফ।  

Comments