করোনায় ফেনী জেলা আ. লীগ সভাপতি আকরামুজ্জামানের মৃত্যু

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আকরামুজ্জামান (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
Deadbody_Corona
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আকরামুজ্জামান (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, করোনার উপসর্গ জ্বর ও কাশি থাকায় গত ১৯ জুন তাকে ফেনী থেকে ঢাকায় নেওয়া হয় এবং ওই রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত তিন দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেখ হাসিনা বলেন ‘জনমানুষের নেতা হিসেবে আকরামুজ্জামান বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।’

ফেনীর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ব্যক্তিগত শোক প্রকাশ করে জানান, আগামী কাল সোমবার বিকেলে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।  

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

25m ago