যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ট্যাক্সি চালককে হত্যা, যুবলীগ নেতা আটক
যশোরের বাঘারপাড়া উপজেলা ট্যাক্সি স্ট্যান্ডে রোববার বিকেলে রিপন হোসেন (২৮) নামে এক ট্যাক্সি চালককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক বরকত উল্লাহ।
নিহত রিপন বাঘারপাড়া শহরের মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা বরকতকে ধরে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এর পরই বিক্ষুব্ধ জনতা বাঘারপাড়া বাজারে দফায় দফায় মিছিল করে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাঘারপাড়া উপজেলা ট্যাক্সি স্ট্যান্ডে চালক রিপনের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হয় বরকতের। এর এক পর্যায়ে বরকত তার কাছে থাকা ছুরি দিয়ে রিপনের বুকে আঘাত করে। রিপনকে বাঁচাতে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পুরো ঘটনাটি শত শত মানুষের সামনে ঘটেছে।
স্থানীয়রা রিপনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার এনাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, রিপনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত বরকতকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বরকত যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তার নামে যশোর কোতয়ালী থানায় মামলা রয়েছে বলে ওসি জানান।
Comments