হৃদরোগে দন্ত চিকিৎসক ডা. তমিজুল আহসান রতনের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত দন্ত চিকিৎসক ডা. সৈয়দ তমিজুল আহসান রতন (৬৩)। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টা ২২ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা. তমিজুল আহসান রতন। ছবি: ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের সৌজন্যে

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত দন্ত চিকিৎসক ডা. সৈয়দ তমিজুল আহসান রতন (৬৩)। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টা ২২ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রতন’স ডেন্টালের মালিক ছিলেন ডা. তমিজুল আহসান রতন। তিনি বাংলাদেশে আধুনিক ডেন্টিস্ট্রির অন্যতম দিকপাল ছিলেন।’

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) ডা. আরএম সামিউল হাসানও। তিনি বলেন, ‘গতকাল সকালে ডা. তমিজুল আহসান রতন আমাদের হাসপাতালে ভর্তি হন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

Comments

The Daily Star  | English
Awami League didn't nominate anyone in 2 seats

Seat-sharing for JS polls: AL keeps its allies hanging

A crucial meeting between the Awami League and its 14-party allies ended last night without any concrete decisions on seat sharing.

9h ago