বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি
বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে ‘বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম’ এর ব্রাহ্মণবাড়িয়া শাখা।
ফোরামের নেতারা আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সংবাদ সম্মেলনে এ দবি জানান।
লিখিত বক্তব্যে ফোরামের প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১০টি বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সের ৯০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।’
‘হাতে গোণা কয়েকটি কলেজ বাদে বাকিগুলোতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের বেতন ভাতাও বন্ধ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অন্যদিকে, সহায়ক আয়ের উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে কষ্টকর জীবনযাপন করছেন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরব, নিষ্ঠুর ও মূর্তিময়ী ভূমিকা পালন করছে।’
সংবাদ সম্মেলেনে তারা এমপিও নীতিমালা-২০১৮ তে তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবন-যাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বাবদ ১০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়াও জরুরি।’
সম্মেলেনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মো. বকুল মিয়া হাজারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস।
Comments