নোয়াখালীতে করোনা আক্রান্ত এএসআই ওমর ফারুকের মৃত্যু

Corona Dead Body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক (৩৬) মারা গেছেন। গতকাল রাত ৩টার দিকে নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজ সোমবার নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘নোয়াখালীর মানুষকে সুরক্ষিত রাখতে দায়িত্ব পালনকালে রোববার পর্যন্ত জেলায় ১৫১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলায় এএসআই ওমর ফারুক প্রথম পুলিশ সদস্য যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ও নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম জানান, এএসআই ওমর ফারুক নলচিরা নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় বদলি করা হয়। বদলজনিত ছুটি কাটাতে তিনি বেগমগঞ্জে শ্বশুর বাড়িতে আসেন। গত ২৭ জুন নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে দুর্গাপুরের নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাত ১০ টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে পুলিশ সুপারের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে চিকিৎসকের পরামর্শে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান শেখের নেতৃত্বে থানা পুলিশের সার্বিক সহযোগিতায় মৃত পুলিশ কর্মকর্তার মরদেহ সরকারি বিধি অনুসরণ করে বিকেল ৩টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago