ইসলামাবাদে প্রথম মন্দির নির্মাণের অনুমতি পাকিস্তানের

অবশেষে স্বাধীনতার ৭৩ বছর পর রাজধানী ইসলামাবাদে প্রথম মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের এইচ-৯ এলাকার ২০ হাজার বর্গফুট এলাকাজুড়ে মন্দিরটি নির্মিত হচ্ছে। প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা।
পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সচিব লালচাঁদ মালহি বলেন, ‘ইসলামাবাদ এবং আশপাশের এলাকায় ১৯৪৭ সালের আগের একাধিক মন্দিরের কাঠামো আছে। সায়েদপুর গ্রামে এবং রাওয়াল লেকের কাছে কোরাঙ্গ নদীর উপর হিল পয়েন্টেও মন্দিরের কাঠামো আছে। কিন্তু, সেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।’
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মন্দির নির্মাণের খরচ পাকিস্তান সরকার বহন করবে বলে জানিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরি।
Comments