ফরিদপুরে করোনায় পুলিশের এসআই হাফিজুর রহমানের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান (৫৩) মারা গেছেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. হাফিজুর রহমানের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। পুলিশের উপপরিদর্শক হিসেবে তিনি ফরিদপুর সদর আদালতে কর্মরত ছিলেন।
করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২৫ জুন মো. হাফিজুর রহমান পরীক্ষার জন্য নমুনা দেন এবং ২৮ জুন তার করোনা শনাক্ত হয় বলে জানান পুলিশ সুপার। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
আজ সন্ধ্যায় হাফিজুরের মরদেহ মাগুরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ‘এ পর্যন্ত ফরিদপুর জেলা পুলিশের ১৩২ জন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে, পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩৫ জন। এ ছাড়া, সাত জন পুলিশ সদস্য ঢাকায় চিকিৎসাধীন আছেন। বাকিরা ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল, পুলিশ কোয়ার্টার্স ও ব্যারাকে চিকিৎসাধীন আছেন।’
Comments