লালমনিরহাট ও পঞ্চগড়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে দুই জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে সাকোয়া নদীতে কয়েকজন মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (২৮) ও রাকিব হাসানের (২৩) মৃত্যু হয়। আহত হন বাচ্চা মিয়া (২৭) ও শফিকুল ইসলাম (৩২)। তাদের সবার বাড়ি পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে কলীবাড়ী বিলে মাছ ধরতে গিয়ে মন্টু মিয়া ও আতিয়ার রহমান নামে দুই জন বজ্রপাতে মারা গেছেন। তাদের বাড়ি উপজেলার পূর্ববেজ গ্রামে।’
পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে মহেশ চন্দ্র দেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের কাহারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশ চন্দ্র দেবের বাবার নাম মহেন্দ্র নাথ দেব। স্বজনের বরাত দিয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে বৃষ্টির মধ্যেই মহেশ বাড়ির পাশে গরু নিয়ে হালচাষ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হালের একটি গরুও মারা যায়।’
Comments