নারায়ণগঞ্জের কোভিড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (কোভিড ডেডিকেটেট হাসপাতাল) আইসিইউ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের খানপুর এলাকায় হাসপাতালটিতে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। তিনি এই হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, ‘কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণার পর আমাদের এখানে ৪৩২ জন রোগী ভর্তি হয়েছে। আর কোভিড-১৯ পজিটিভ ৩৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর আগে অনেক জটিল রোগীকে অন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। তবে এখন থেকে কাউকে কোথাও যেতে হবে না।’
তিনি বলেন, ‘হাসপাতালে আসা রোগীদের কারও যদি আইসিইউ প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে আইসিইউ সাপোর্ট দেওয়া হবে। এর জন্য সিভিল সার্জন কিংবা করোনা ফোকাল পারসনের সুপারিশ লাগবে না। উদ্বোধনী দিনেই একজন রোগীকে আইসিইউ সাপোর্টে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে করোনা চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল ৪০ শয্যার আইসোলেশন ওয়ার্ড ও ১০ শয্যার আইসিইউ ইউনিট তৈরির কাজ শুরু হয়। পরে ১২ এপ্রিল সীমিত পরিসরে চালু করা হয় হাসপাতালটির ফ্লু-কর্নার। আর ১৩ এপ্রিল থেকে হাসপাতালটিতে শুরু হয় কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম।
উদ্বোধনী বক্তব্যে এমপি সেলিম ওসমান বলেন, ‘৩০০ শয্যা হাসপাতাল বলা হলেও মূলত এটা প্রস্তাবিত ৫০০ শয্যা হাসপাতাল। এখন ১০ শয্যার আইসিইউ চালু হলেও আমরা এটিকে ৫০ শয্যায় উন্নীত করব। আর ৫০০ শয্যা হলে এখানে মেডিকেল কলেজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
Comments