পরিবেশ আইন অমান্য করায় গাজীপুরের দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ আইন অমান্য করে স্থাপনা নির্মাণ, খালের পানি দূষণ ও ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) ছাড়া কারখানা চালু রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসন সূত্র এ তথ্য জানায়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুর দুইটার দিকে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শ্রীপেুরের বেড়াইদেরচালা এলাকায় লবলং খাল দখল করে স্থাপনা নির্মাণ ও কারখানার বর্জ্যে খালের পানি দূষিত করার অভিযোগে ডিগনিটি ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে ওই স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) ছাড়া কারখানা চালু রাখায় পাশের ইন্টিগ্রেটেড লিমিটেড থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
Comments