দখলমুক্ত খাল সংরক্ষণে গাছ লাগানো হবে: আইভী

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পাঁচশ মিটার খাল অবৈধ দখলদারদের থেকে উচ্ছেদ করে পুনঃখনন কাজ শুরু করেছে সিটি করপোরেশন। এ খাল সংরক্ষণে গাছ লাগিয়ে পার্কের মতো করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
ছবি: স্টার

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় পাঁচশ মিটার খাল অবৈধ দখলদারদের থেকে উচ্ছেদ করে পুনঃখনন কাজ শুরু করেছে সিটি করপোরেশন। এ খাল সংরক্ষণে গাছ লাগিয়ে পার্কের মতো করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের খানপুর এলাকার গঞ্জে আলী শাহ খালের পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘সিটি করপোরেশন প্রথম থেকে জলাবদ্ধতা নিরসনে অনেক উদ্যোগ অনেক উদ্যোগ নিয়েছে। এমন কোনো ওয়ার্ড নেই যেখানে এখন ড্রেন নেই। ড্রেন করেছি কিন্তু খালের কী অবস্থা? খাল উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা নিতে শুরু করেছি। শহরের মধ্যে এ খালটিই বাকি ছিল। দীর্ঘদিন ধরে এটি অবৈধ দখলে ছিল। এখন খালটি সংরক্ষণে এর পাশে গাছ লাগানো হবে। শহরের শেখ রাসেল নগর পার্কের মতো করে দেওয়া হবে। যাতে আর কেউ দখল নিতে না পারে।’

১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, ‘চাষাঢ়া থেকে আদমজী পর্যন্ত গঞ্জে আলী শাহ খালটি প্রায় দুই কিলোমিটার লম্বা। এর মধ্যে গত ২৮ জুন থেকে আজ পর্যন্ত পাঁচশ মিটার খাল অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বর্তমানে খনন কাজ চলছে। ধারবাহিকভাবে পুরো দুই কিলোমিটার খাল দখলমুক্ত করা হবে।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টুসহ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মকর্তা ও কর্মীরা।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

9m ago