তৃতীয়বার অবনতির পর ডা. জাফরুল্লাহর ফুসফুসের ধীরে ধীরে উন্নতি হচ্ছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি হওয়ার পর এখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি হওয়ার পর এখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

তার চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী আজ সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জানান, ডা. জাফরুল্লাহ বর্তামানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ ঢাকা মেডিকেল কলেজে সিটি স্ক্যান করা হয়েছে। এতে তার ফুসফুসে ‘মাল্টিপল লাং এবসেস’ শনাক্ত হয়েছে। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে। তার শারীরিক অবস্থা তৃতীয় বার অবনতির পরে এখন ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।’

আরও পড়ুন:

আজ ডা. জাফরুল্লাহ চৌধুরীর সিটি স্ক্যান করা হয়েছে

Comments