নিখোঁজের ২০ ঘণ্টা পর পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
রংপুরের পীরগাছায় নিখোঁজের ২০ ঘণ্টা পরে বাড়ির পাশের পুকুর থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।’
নিহত আকলিমা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা কর্মরত এসআই ফজল মাহমুদের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, ওই গ্রামের নুরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজল মাহমুদের দীর্ঘদিন আগে বিয়ে হয়। বুধবার রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে তরকারি আনতে যান তিন সন্তানের জননী আকলিমা বেগম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
Comments