বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক মারা গেছেন

MA_Hoque.jpg
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মুহাম্মদ আব্দুল (এমএ হক) হক মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। হাসপাতালের উপপরিচালক ডা. সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে গত ৩০ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত কি না নিশ্চিত হতে গতকাল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি।’

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা এমএ হক হাসপাতালে ভর্তির আগে সিলেট নগরীর যতরপুরের বাড়িতে ছিলেন। তার দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago