শেবাচিমে ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানীর অভিযোগে তদন্ত কমিটি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত নারী ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে হাসপাতালের দুই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা ইউনিটে চিকিৎসাধীন ইন্টার্ন চিকিৎসক গত ৩০ জুন যৌন হয়রানীর ঘটনা উল্লেখ করে দুই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। পরে, এ বিষয়ে লিখিত অভিযোগ পরিচালকের দপ্তরে পাঠানো হয়।’
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কারণ দর্শানো নোটিশ দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং হাসপাতালের এক সহযোগী অধ্যাপককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
Comments