টেকনাফে ‘বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি’ নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক ‘এক মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন।
Gunfight_New_Logo
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক ‘এক মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন।

নিহত আবুল কাশেম মহেখখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কাছে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত আবুল কাসেম ‘মাদক চোরাকারবারি’ ছিলেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘টেকনাফের মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।’

‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক চোরাকারবারীরা অর্তকিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।’

‘পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ আবুল কাসেমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন,’ যোগ করেন ওসি।

পুলিশ ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন মোহাম্মদ আবদুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আজ বিকালের মধ্যে ময়নাতদন্ত শেষ করে মরদেহ নিয়মানুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে নিহত আবুল কাসেমের পরিবার বা স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

Comments