ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ডিএনসিসি’র ১০ দিনের কর্মসূচি

ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে আগামীকাল থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওয়ার্ডগুলোকে ১০টি সেক্টর ও ১০টি সাব-সেক্টরে ভাগ করে অভিযান পরিচালনা করা হবে।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৫৪টি ওয়ার্ডে অভিযান চলবে। আজ শুক্রবার ডিএনসিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার জন পরিচ্ছন্নতাকর্মী ও একজন স্প্রে ম্যান প্রতিটি সাব-সেক্টরে কাজ করবেন। প্রতিটি সেক্টরে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন স্প্রে ম্যান কাজ করবেন। ডিএনসিসি’র দল অফিস, বাসা-বাড়ি এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করবেন এবং এডিস মশার লার্ভা নিধনে ওষুধ ছিটিয়ে দেবেন।

কোনো প্রতিষ্ঠান কিংবা বাসায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে পরিচ্ছন্নতাকর্মীরা মোবাইল ফোনে ছবি তুলবেন এবং বাসার ঠিকানা ও মালিকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করবেন। এভাবে তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নয় জন পতঙ্গবিজ্ঞানী, ডিএনসিসি’র তিন জন পতঙ্গবিজ্ঞানী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা অভিযানে উপস্থিত থাকবেন।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

1h ago