চীনের প্রেসিডেন্টের জাপান সফর বাতিলের প্রস্তাব আনছে আবের দল
হংকংয়ে চীনের ক্রমাগত প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাপান সফর বাতিলের প্রস্তাব আনছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতারা।
আজ শুক্রবার সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এলডিপির পররাষ্ট্রনীতি প্যানেলের প্রধান ইয়াসুহিদে নাকায়ামার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যদি দলের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় তাহলে তা আগামী মঙ্গলবারের মধ্যে আবের কার্যালয়ে পাঠানো হবে।
নাকায়ামা বলেন, ‘এলডিপি উদ্বেগের সঙ্গে হংকং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেখানে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের প্রথম দিনেই প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।’
এ প্রসঙ্গে আজ শুক্রবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, ‘জাপানের কিছু মানুষ এ (হংকং) বিষয়ে যে উত্তেজনা দেখাচ্ছে তা অর্থহীন। তাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।’
চীনা প্রেসিডেন্টের জাপান সফর করোনা মহামারির কারণে গত এপ্রিলের প্রথমে স্থগিত হয়ে যায়।
Comments