প্যারাসেল দ্বীপপুঞ্জে চীনের সামরিক অভিযান: সমালোচনায় যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ফিলিপাইন

paracel islands-1.jpg
স্যাটেলাইট থেকে তোলা প্যারাসেল দ্বীপপুঞ্জ। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ফিলিপাইনের সমালোচনায় বিদ্ধ হয়েছে চীন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত অংশে নিয়ম ভেঙে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে।

আগামী বুধবার থেকে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে পাঁচ দিন সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে চীন।

১ থেকে ৫ জুলাই প্যারাসেল দ্বীপপুঞ্জের আশপাশে চীনের ওই সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর।

দীর্ঘদিন প্যারাসেল অঞ্চলটিকে নিজেদের বলে পাল্টাপাল্টি দাবি করে আসছে চীন ও ভিয়েতনাম। চীন জিশা দ্বীপপুঞ্জ ও ভিয়েতনাম হোয়াং সা দ্বীপপুঞ্জ হিসেবে নিজেদের বলে দাবি করে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘বেআইনি সামুদ্রিক অঞ্চলের দাবি উত্থাপন ও দক্ষিণ চীন সাগরে এর দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করতে পিআরসির (পিপলস রিপাবলিক অব চীন) পদক্ষেপগুলোর মধ্যে সামরিক মহড়া সর্বশেষ।’

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং ‘দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক হস্তক্ষেপ ও প্রতিবেশীদের ওপর চাপপ্রয়োগ কমানো’র জন্য আহ্বান জানাবে।

বৃহস্পতিবার ইউএস প্যাসিফিক ফ্লিট জানায়, উপকূলবর্তী যুদ্ধ জাহাজ ইউএসএস গ্যাব্রিয়েল গিফর্ডস দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশন অব্যাহত রাখবে।

এদিকে, বেইজিংয়ের ওই মিলিটারি ড্রিলের সমালোচনা করেছে ভিয়েতনাম ও ফিলিপাইন।

ফিলিপাইনের প্রতিরক্ষা সেক্রেটারি ডেলফিন লরেনজানা জানান, প্যারাসেল দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চলের মধ্যে চীনের সামরিক মহড়া ‘অত্যন্ত আক্রমণাত্মক’।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে তাদের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

‘সার্বভৌমত্বকে মারাত্মকভাবে লঙ্ঘনকারী’ ওই সামরিক মহড়ার বিরোধিতা করে চীনকে একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের বক্তব্যের প্রতিক্রিয়ায় জানান, প্যারাসেল দ্বীপপুঞ্জটি কোনো বিতর্ক ছাড়াই চীনের নিজস্ব অঞ্চল। সেখানে ড্রিল করার সার্বভৌমত্ব পিএলএ’র আছে।

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

8h ago