এমপি দুর্জয়কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবলীগ নেতা সজীব মীরের করা মামলায় ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে হামজা খানকে গ্রেপ্তারের পর আদালতের আদেশে বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘিওর থানার উপপুলিশ পরিদর্শক আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে নারী কেলেঙ্কারি, ভূমিদস্যু আখ্যায়িত করে স্ট্যাটাস দেন। এ ঘটনায় ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিন জনকে আসামি করে গত ১৩ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।’

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, ‘হামজা খান যে অপরাধ করেছে তার দায় সংগঠন কখনোই নেবে না। সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে শোকজ করা হয়েছিল। কিন্তু হামজা খান এর কোনো জবাব দেননি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago