সন্ধ্যায় নিখোঁজ, সকালে মিললো কৃষকের মরদেহ
সাতক্ষীরার তালা উপজেলায় দুলাল ঘোষ (৫২) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। গতকাল সন্ধ্যা থেকে দুলাল নিখোঁজ ছিলেন।
তার বাড়ি ঝড়গাছা এলাকার পানপাড়ায়। দুলালের ছেলে রমা ঘোষ বলেন, ‘আজ সকালে স্থানীয় বাসিন্দারা মোড়লপাড়ার কাঁচা রাস্তার পাশে একটি বেলগাছের নিচে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। কোনো কিছু দিয়ে বাবার মুখ থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবা আর ফিরেননি।’
ধানদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অপঘাতে কৃষক দুলাল ঘোষের মৃত্যুর বিষয়টি সকালে জানার পরে পাটকেলঘাটা থানায় অবহিত করা হয়েছে। ওই একই জায়গায় এক বছর আগে গোপাল ঘোষ নামে আরেক জনের মরদেহ পাওয়া গিয়েছিল। কে বা কারা হত্যা করেছিল তার হদিস পাওয়া যায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত বলা যাবে।’
Comments