হৃদরোগে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরী। রাজধানীর রাশমনো স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর ভাতিজা আশহাব উল্লাহ জিশান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. কেএম মুন্তাকিম চৌধুরী পুরান ঢাকার কেজি হাসপাতালের মালিক ছিলেন।
অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর মৃত্যু বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মুন্তাজিম চৌধুরীও।
উল্লেখ্য, ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর মৃত্যুর পর জানা গিয়েছিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে পরিবারের পক্ষ থেকে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
Comments