মেডিক্যাল সামগ্রী দিলো ‘লাভ ফর চট্টগ্রাম’
করোনা আক্রান্ত রোগীর সেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে হাই ফ্লো নাসাল ক্যানোলা, মাস্ক ও পিপিইসহ মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করেছে ‘লাভ ফর চট্টগ্রাম’।
আজ শনিবার এসব মেডিক্যাল সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ওই সংগঠনের উদ্যোক্তারা।
চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র পরিচালক এস এম আবু তৈয়ব এসব মেডিক্যাল সামগ্রী হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদের হাতে তুলে দেন।
এস এম আবু তৈয়ব বলেন, ‘সারাবিশ্বে ছড়িয়ে থাকা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত কিছু উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘লাভ ফর চট্টগ্রাম’। ইতোমধ্যে এ সংগঠন থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ আরও কিছু হাসপতালে মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও মেডিক্যাল সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে এ সংগঠনের উদ্যোক্তারা।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ‘গত জুনের শুরুতে আমরা করোনা রোগীর চিকিৎসায় আলাদা একটি ইউনিট গঠন করি। প্রথমে আমারা সীমিত যন্ত্রপাতি ও মেডিক্যাল সামগ্রী নিয়ে শুরু করলেও বর্তমানে কিছু সংগঠন ও প্রতিষ্ঠানের সহায়তায় ২০টি ভ্যান্টিলেটরযুক্ত আইসিইউ সুবিধা নিশ্চিত করতে পেরেছি। আশা করছি এভাবে ছোট ছোট উদ্যোগ নিয়ে মানুষে এগিয়ে এলে চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যে বিপর্যয় দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে পারবো।’
মেডিক্যাল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাসুদ এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান আবুল বাশার, রাশিয়ার কনস্যুলেট জেনারেল আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম খশরু, মেঘনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এস এম মোর্শেদ হোসেন।’
Comments