এখনও করোনামুক্ত নন মাশরাফি

Mashrafe Mortaza
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় দফা করোনাভাইরাস পরীক্ষাতেও বাংলাদেশের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ফল পজিটিভ এসেছে। তবে স্বস্তির বিষয় হলো, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

গেল ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সেলফ আইসোলেশনে আছেন ৩৬ বছর বয়সী তারকা পেসার, বাসায় থেকে গ্রহণ করেছেন চিকিৎসা।

শনিবার মাশরাফির করোনাভাইরাস ধরা পড়ার ১৪ দিন হয়ে গেল। তবে আগেভাগেই দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। গেল মঙ্গলবার নমুনা জমা দেওয়ার পরদিন তার ফল ফের পজিটিভ আসে। অর্থাৎ এখনও করোনামুক্ত নন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এদিন দ্য ডেইলি স্টারকে মাশরাফি জানান, ‘হ্যাঁ, গেল মঙ্গলবার আবার পরীক্ষা করিয়েছিলাম। পরদিন ফল পজিটিভ এসেছে। এরপর নতুন করে আর পরীক্ষা করাইনি এখনও। তবে শারীরিকভাবে আমি সুস্থ আছি।’

কদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে শারীরিকভাবে সুস্থ থাকার কথা জানিয়েছিলেন তিনি, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago