কবীর সুমনের কথা-সুরে আসিফ আকবর
ভারতের নন্দিত গীতিকার, সুরকার ও গায়ক কবীর সুমনের কথা ও সুরে গান গাইবেন আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’।
গানের কথাগুলো হলো- ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে।’
গানটির সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। কবীর সুমন সে রকম একটি অনুভূতির গান লিখলেন আমার জন্য। একটা ভালো গানের অংশীদার হতে যাচ্ছি— এটা আমার জন্য অনেক ভালোলাগার।’
শীঘ্রই তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টে থেকে গানটি প্রকাশিত হবে বলেও জানান ‘ও প্রিয়া তুমি কোথায়’-খ্যাত এই শিল্পী।
Comments