লতিফুর রহমান: স্মরণ ও দোয়া
বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের স্মরণে আজ রোববার বিকেল সাড়ে ৫টায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে।
গত ১ জুলাই সকাল ১১টার দিকে কুমিল্লায় পৈত্রিক বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান (৭৫)। ওই দিন রাতে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
লতিফুর রহমান দ্য ডেইলি স্টারের পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক প্রথম আলোর পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়াস্টারের চেয়ারম্যান ছিলেন।
ব্যবসায় ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২’ তে ভূষিত হন। ব্যবসায় ক্ষেত্রে এটি সবচেয়ে প্রথিত স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।
Comments