রাবিতে নেপালি শিক্ষার্থীর করোনা শনাক্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক নেপালি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই শিক্ষার্থী এখন রাজশাহী শহরের খ্রিস্টান মিশন হাসপাতালে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে থাকতেন। করোনা শনাক্ত হবার আগ পর্যন্ত তিনি ক্যাম্পাসেই অবস্থান করছিলেন বলে জানিয়েছেন ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম।
তিনি জানান, ওই শিক্ষার্থী দেশে ফিরবার জন্য সম্প্রতি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। তাকে করোনা পরীক্ষা করতে বলা হয়। গতকাল শনিবার পরীক্ষা শেষে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার মধ্যে কোনো উপসর্গ নেই।
ডরমিটরির তথ্য মতে, মহামারির কারণে বেশ কিছু বিদেশি শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। ডরমিটরিতে এখন দেশি-বিদেশি মিলে ৩২জন শিক্ষার্থী ও গবেষক আছেন।
ডরমিটরিতে থাকা অবস্থায় করোনা আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপের বিষয়ে অধ্যাপক আসাদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী অন্য কোন শিক্ষার্থীর সঙ্গে মিশতেন না বলে জেনেছি। তবুও নিরাপত্তার স্বার্থে ডরমিটরির বাকি সব শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। যাবতীয় প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।
Comments