এন্ড্রু কিশোরের অবস্থা ‘আশঙ্কাজনক’

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’। বর্তমানে নিজ শহর রাজশাহীতে বোন শিখা বিশ্বাসের ক্লিনিকে ভর্তি আছেন তিনি।
আজ রবিবার সংগীত পরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। এটি আজ বিকালের তথ্য। সবাই তার জন্য প্রার্থনা করুন।’
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এন্ড্রু কিশোর। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন। সেখানে বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি।
Comments