বরিশালে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদী থেকে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। রোববার বিকেল ৫টায় এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আজ বরিশাল ফায়ার সার্ভিস ও সিফেল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দুই শিশুর নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে ৬ ডুবুরির একটি ইউনিট রাঙ্গামাটি নদী থেকে দুই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।’
উদ্ধারকৃত শিশুরা হলো- রহমান (৬) ও তার চাচাতো ভাই জুবায়ের (৩)। তাদের বাড়ি উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামে।
প্রতিবেশী ফারুক সিকদার জানান, আজ নানা জয়নাল পাহলোয়ানের সঙ্গে দুই চাচাতো ভাই নদীতে দুপুরে গোসল করতে যায়। তাদের নানা নদীর পাড়ে রেখে ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে যায়। ফিরে এসে নাতিদের কোথাও না পেয়ে নদীতে খোঁজা শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে বিকেলে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
রহমান স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র।
Comments