মাদারীপুরে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক সহকারী পুলিশ সুপার, স্বাস্থ্য কর্মীসহ আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৮৮১ জন।
আজ রোববার মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেনসহ তিন পুলিশ সদস্য, দুজন স্বাস্থ্যকমী, পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী আছেন।
নতুন করে যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ২২ জন, শিবচরে উপজেলায় আট জন, রাজৈর উপজেলায় পাঁচ জন এবং কালকিনি উপজেলায় চার জন আছেন।
এ পর্যন্ত মোট শনাক্ত ৮৮১ জনের মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩১৫ জন, রাজৈর উপজেলায় ২৭৩ জন, কালকিনি উপজেলায় ১৫৬ জন এবং শিবচরে উপজেলায় ১৩৭ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪১০ জন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হান্নান বলেন, ‘মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা দুপুরে এ তথ্য জানতে পেরেছি। তার কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন এবং বাসায় আছেন।’
মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘জোন ভিত্তিক লকডাউন করা হলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। আমাদের জেলায় ১৮ জুন থেকে জোন ভিত্তিক লকডাইন শুরু হয়। লকডাউনের এক সপ্তাহ আগে রোগী ছিল ৫৭ জন। আর লকডাউনের এক সপ্তাহ পরে রোগী ছিল ২১ জন। অতএব জোন ভিত্তিক লকডাউন সঠিকভাবে করা হলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। আমরা নতুন করে গ্রাম, ওয়ার্ড ও মহল্লা ভিত্তিক লকডাউন করতে কাজ শুরু করেছি। দুই-একদিনের মধ্যে আমরা ওই স্থানগুলোর নাম প্রকাশ করবো। আশা করছি জেলায় সংক্রমণ কমে আসবে।’
Comments