আমার ভাবনায় শুধুমাত্র তিন পয়েন্ট থাকে: রামোস
আরও একটি গোল রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসের। তাতে আরও একটি জয় পেল রিয়াল। টানা দুটি ম্যাচে তার করা গোলেই উদ্ধার পেল দলটি। অন্যথায় লিগে হয়তো পিছিয়ে পড়তে পারতো তারা। আর দলের জয়ে বারবার প্রত্যক্ষ অবদান রাখার কাজটি বেশ উপভোগ করছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। জানালেন, মাঠে নামার আগে ম্যাচ থেকে যে করেই হোক তিন পয়েন্ট নেওয়ার কথাই শুধু ভাবতে থাকেন রিয়াল অধিনায়ক।
শেষ ১২ ম্যাচে ৭ গোল। সবমিলিয়ে ১০টি। এমন পরিসংখ্যান অনেক ফরোয়ার্ডেরও নেই। একজন সেন্টারব্যাক হিসেবে এমনটা রীতিমতো অবিশ্বাস্য। আর সে কাজটি বেশ সহজভাবেই করে যাচ্ছেন রামোস। মনে হচ্ছে এবার নিজের কাজের চেয়ে গোল দেওয়াতেই বেশি মনোযোগ রিয়াল অধিনায়কের। গেটাফের পর আগের দিন অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষেও জয় পায় তার করা একমাত্র পেনাল্টি গোল থেকেই।
'যেটা আমি আমি ভাবি তা হলো তিন পয়েন্ট। (পেনাল্টি নেওয়া) সর্বোচ্চ উত্তেজনা এবং অনিশ্চয়তার মুহূর্তগুলির মধ্যে একটি। যখন আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি তখন আমি মনে করি যে এ দায়িত্ব নেওয়ার জন্য আমি আদর্শ ব্যক্তি। তবে আমার কাছে দলের সামগ্রিক ফলাফল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি পেনাল্টি নিতে পেরে খুব পছন্দ করি এবং আমি আনন্দের সঙ্গে করে যেতে চাই। একটা ব্যপারই সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো দলকে জিততে সহায়তা করা।' -আগের দিন ম্যাচ জয়ের পর এমনটাই বলেই রামোস।
আর নিজের ব্যক্তিগত সাফল্য নিয়ে বলেন, 'ব্যক্তিগত স্বীকৃতি আমার কাছে দ্বিতীয় স্থানে। গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় লক্ষ্য অর্জন করা এবং প্রতিটি ম্যাচ যা আমরা খেলি সেখানে তিনটি পয়েন্ট নিশ্চিত করা। ভাগ্যক্রমে, এই মুহূর্তে, আমরা সেই ফলাফলগুলো পাচ্ছি। যদি আমি স্বতন্ত্র স্বীকৃতি নিয়ে ভাবতাম তাহলে আমি সম্ভবত টেনিস খেলতাম। এটি একটি খুব সুন্দর খেলা, একটি দলীয় খেলা এবং এটি একটি দল হিসাবে জিততে পারাই খুব সুন্দর।'
দলের হয়ে খেলেও ক্যারিয়ারের নতুন নতুন কীর্তি গড়েই যাচ্ছেন রামোস। কদিন আগে রিয়াল সোসিয়েদারের বিপক্ষে গোল করেই স্পেনের সর্বোচ্চ এ আসরে ডিফেন্ডার হিসেবে এখন সর্বোচ্চ গোলের মালিক বনেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। লিগে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৭০।
Comments