'বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি'
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চাইছেন না লিওনেল মেসি। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সেরের একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে গত কয়েকদিন থেকে এমন গুঞ্জনই চড়া ফুটবল মহলে। তবে এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়ে বার্তেমেউ। কাতালান ক্লাবটিতেই মেসি তার ক্যারিয়ার শেষ করবেন বলে জানিয়েছেন তিনি।
যদিও এ সব ব্যাপার নিয়ে কোনো কিছুই বলেননি মেসি। তার নীরবতাই গুঞ্জন আরও বাড়িয়েছে। তবে এর আগে অনেকবারই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন। যদিও ৩৩ বছর বয়সী এ তারকা এখন পর্যন্ত নতুন কোনো চুক্তি করেননি। আগামী গ্রীষ্মেই শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। ধারণা করা হচ্ছে ক্লাবটিতে দিন দিন অসুখী হয়ে পড়ছেন মেসি।
তবে বার্সাতেই ক্যারিয়ার শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্তেমেউ। স্প্যানিশ নেটওয়ার্ক মুভিস্টারকে বলেছেন, 'আমি খুব বিস্তারিত কিছু বলবো না তবে এটা বলছি, মেসি অনেকবারই বার্সেলোনায় তার ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছে। আমাদের মনোযোগ এখন খেলায় এবং অনেক খেলোয়াড়ের সঙ্গে আমাদের কথা চলছে।'
সিনিয়র পর্যায়ে ক্যারিয়ারের পুরোটা বার্সেলোনাতেই খেলেছেন মেসি। ক্যারিয়ারের বাকি সময়েও মেসি এ ক্লাবেই থাকবেন জানিয়ে বার্তেমেউ আরও বলেন, 'মেসি আমাদের জানিয়েছে যে সে থাকতে চায় এবং এখানেই (ক্যারিয়ার) শেষ করতে চায়। ওর আরও অনেক বছর বাকি রয়েছে এবং আমরা অনেক দিন ওর খেলা উপভোগ করতে যাচ্ছি।'
আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ এক জয় তুলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ৪-১ গোলের বড় জয়ের পরও অবশ্য মেসি গোল পাননি। তবে দিনশেষে জয়ের মূল নায়ক তিনিই। দুটি গোলের যোগানদাতা ছিলেন বার্সা অধিনায়ক।
Comments